বিশ্বনাথে বাড়ছে আত্মহত্যা।
বিশ্বনাথে ১৪ দিনে ছয়টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এক বৃদ্ধাসহ তিন শিশু–কিশোরী এবং দুই যুবক রয়েছেন। সর্বশেষ গত ১৯ আগস্ট দুপুরে ভাইবোনের সঙ্গে খাবার নিয়ে ঝগড়ার একপর্যায়ে মায়ের বকুনিতে অভিমানে বিষপান করে ১৬ বছর বয়সী হাফিজা বেগম তানিয়া। সে উপজেলার দেওকলস ইউনিয়নের দুর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে। তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে ওখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আগের দিন ১৮ আগস্ট নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নেন প্রিয়াঙ্কা দেবনাথ সঞ্জি নামের ২২ বছরের মেয়ে। তিনি অলংকারী ইউনিয়নের রামাইচক রহিমপুর গ্রামের নরোত্তম দেবনাথের মেয়ে। ওই দিন সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে গলায় ফাঁস নেন তিনি। খবর পেয়ে তাঁর নিথর দেহ উদ্ধার করে ওসমানী মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। তবে তাঁর আত্মহত্যার কারণ জানাতে পারেনি কেউ। গত ১৬ আগস্ট বিষপানে আত্মহত্যা করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আবদুল মনাফের স্ত্রী রাফিয়া বেগম (৫০)। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সেদিন দুপুরে কীটনাশক পান করলে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ১৩ আগস্ট বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের শিশু রিয়া বেগম (১৩)। সে গ্রামের আবদুল কাদিরের মেয়ে। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টায় কীটনাশক পান করে রিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর সে মারা যায়। ১২ আগস্ট মধ্যরাতে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন একই ইউনিয়নের মান্দারুকা গ্রামের মৃত লুৎফুর রহমান বলাইয়ের ছেলে শামীম আহমদ মাহি (২৭)। পরদিন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হলেও আত্মহননের কারণ জানা যায়নি। এর আগে গত ৫ আগস্ট প্রেমিকার সঙ্গে অভিমান করে বিষপান করেন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চন্দ্রগ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে জিল্লুর রহমান (২১)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক ডা. সুর্নিমল বিশ্বাস বলেন, সামাজিক মূল্যবোধ বিনষ্ট হওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটার কারণে মূলত আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এ ক্ষেত্রে পারিবারিক সচেতনতা বাড়াতে হবে। সবার প্রতি সবার সহমর্মী হতে হবে। বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, আত্মহনন কোনো সমাধান নয়। এটি রোধে সচেতনতার বিকল্প নেই।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 