বরিশালে আইনি লড়াইয়ে মুখোমুখি প্রশাসন-জনপ্রতিনিধি।
বরিশালে পোস্টার ছেঁড়া কাণ্ডে আইনি লড়াইয়ের মুখোমুখি প্রশাসন ও সিটি করপোরেশন। মেয়রের পর এবার সদর ইউএনও মুনিবুর রহমানের নামে মামলা হয়েছে। যাতে আসামি ওসি, আনসার সদস্যসহ প্রায় একশজন। আদালত দুটি মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সাথে ২৩ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
গত বুধবার রাতে হামলা-সংঘর্ষের পর থেকে উত্তপ্ত ছিল বরিশাল শহর। প্রশাসন-রাজনীতিকদের মুখোমুখি অবস্থানে আলোচনা হয় দেশজুড়ে।
মামলার পর শনিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বরিশালে সহিংসতা ঘটনায় সুষ্ঠু তদন্ত চান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মেয়র বলেন, ষড়যন্ত্রের শিকার তিনি, যা বুঝতে পেরেছিলেন আগেই। ঘটনার আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশের দাবি জানান তিনি।
মেয়র বলেন, যদি কোন অন্যায় করেন, প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নেবেন, তা মাথা পেতে নেবেন। তবে প্রশ্ন তুলেন, পোস্টার ছেঁড়ায় ইউএনও বাধা দেয়ার কে?
সিটি মেয়র সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলার পর এবার পাল্টা মামলা হলো ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে।
বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা হয় দুটি মামলার আবেদন। যার একটি করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। এতে প্রধান আসামি ইউএনও মুনিবুর রহমান, কোতয়ালী থানার ওসি ও আনসার সদস্যসহ অজ্ঞাত ৫০ জন।
আর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারের মামলার আবেদনেও প্রধান আসামি ইউএনও মুনিবুর রহমান। ৫ আনসার সদস্যসহ অজ্ঞাত ৪০-৫০ জনকেও আসামি করা হয়েছে।
এদিকে, হামলা-সংঘর্ষের ঘটনায় ইউএনও এবং পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১৮ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 