খাদিমে সমাজসেবা অধিদফতরে চার নারীর আত্মহত্যার চেষ্টা।
সিলেট সমাজসেবা অধিদফতর পরিচালিত সামাজিক প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে চার নারীর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার নারী জানালার গ্লাস ভেঙে হাত-পা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সমাজসেবা অধিদফতরের সামাজিক প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র শহরতলীর খাদিমনগরে এ ঘটনা ঘটে। চার নারীর অভিযোগ, পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষক দেলোয়ার ও অফিস সহকারী আনোয়ারা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে। বিভিন্ন সময় তাদের জুতাপেটাও করেছে আনোয়ারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ার তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে; অশ্লীল কথাবার্তা বলেছে। দীর্ঘদিন ধরে তাদের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন তারা। তারা আরও অভিযোগ করেন, কেন্দ্রে ৩৮ নারী ও দুই শিশু মিলে ৪০ জন ছিলেন। এর মধ্যে কিছুদিন আগে এক নারী বিষপানে আত্মহত্যা করেন। তার সঙ্গেও খারাপ আচরণ করেছে দেলোয়ার। সমাজসেবা অধিদফতর সিলেটের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ বলেন, কেন এমন ঘটনা ঘটেছে খতিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশিক্ষক দেলোয়ার হোসেন বলেন, সামান্য কিছু হলেই হাত কেটে ফেলেন তারা। এর আগেও একাধিকবার নিজেরাই হাত-পা কেটে ফেলেছেন। পাঁচ দিন ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্টোরের অতিরিক্ত দায়িত্ব পালন করছি। এর আগে আনোয়ারা বেগম অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। কেন্দ্রের এক নারীর মৃত্যুতে শুক্রবার মিলাদের আয়োজন করা হয়েছে। সেখানে শিরনি খাওয়ানোর কথা বলা হয়েছে। প্রশিক্ষণার্থীদের বুঝিয়ে বলা হয়েছিল, শিরনির জন্য অতিরিক্ত বরাদ্দ নেই। স্টোরে যা বরাদ্দ সেগুলো রান্না করা হবে। ওই কথা শুনে কোনও কারণ ছাড়াই এমন ঘটনা ঘটিয়েছে তারা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 