আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করলো তালেবান।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণিকে অস্ত্রের মুখে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে হটিয়ে দেশটি দখলে নিয়েছে তালেবান। তবে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) তালেবানের প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে আফগানিস্তানের মাটি কারও বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না।
রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।
তালেবান নিয়ন্ত্রিত এলাকায় অপহরণ ও হত্যার ঘটনা খবর প্রসঙ্গে তালেবানকে প্রশ্ন করা হলে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানে পূর্ণ নিরাপত্তা বজায় আছে। এখানে অপহরণের কোনো সুযোগ নেই। সবাই নিরাপদে থাছেন এবং থাকবেন। সরকার গঠনের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা চাই না কেউ দেশ ছেড়ে যাক। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোনোরকম শত্রুতা বা প্রতিশোধ নেয়া হবে না।
তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তান হবে সম্পূর্ণ নিরাপদ, এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এখানে কেউ কিডন্যাপ (গুম) হবে না।
সংবাদ সম্মেলনের শুরুতেই তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বিশ বছরের সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশিদের তাড়িয়ে দিয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 