মাধবপুরে হ্যান্ডকাপ-ওয়াকিটকিসহ আটক ৩
হবিগঞ্জের মাধবপুরে হ্যান্ডকাপ-ওয়াকিটকিসহ ডিবি পুলিশ পরিচয় দেয়া তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের মৃত আব্দুল সামাদ মাস্টারের ছেলে বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. জহির মিয়া (৪৫), চাঁদপুর জেলার মদনা গ্রামের মৃত মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া (৪০) ও মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে মো. মিজান (২৬)। সোমবার দুপুরে উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে মনতলা রেল ক্রসিংয়ে মনতলা ফাঁড়ি পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ দুই হাজার ৬০০ টাকা, একটি ওয়াকিটকি সেট, দুই সেট পুলিশের পোশাক, একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২১-১৩৫৩) ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের কাজী রফিকের ছেলে কাজী রাসেল আহমেদ সোমবার দুপুরে মাধবপুর পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাস থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে মনতলা রেলক্রসিংয়ে বেরিকেড দিয়ে তাদের আটক করে। তিনি আরও বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ চক্রের সঙ্গে স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 