Sobujbangla.com | সিলেটে করোনায় আরও ১৩ জনের মৃত্যু।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেটে করোনায় আরও ১৩ জনের মৃত্যু।

  |  ১৭:২১, আগস্ট ০৫, ২০২১

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৩১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১২ জন রয়েছেন সিলেট জেলার এবং হবিগঞ্জের ১ জন। এছাড়া করোনা আক্রান্ত ৭৩১ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৮৯ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ১৩৫ ও মৌলভীবাজারে ৯১ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও ৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত্য হয়েছে ৭৬১ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৭৪ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ৬১ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৪৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ হাজার ২২৬ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭৫ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৪২ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন। এছাড়া বিভাগের চার জেলার আরও ২৮৯ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৬৯ জন। উপসর্গ নিয়ে ১১২ জন এবং আইসিইউতে রয়েছেন ৮ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ