Sobujbangla.com | বরাদ্দের অভাবে আটকে আছে ওসমানীর নতুন আইসোলেশন ওয়ার্ড।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

বরাদ্দের অভাবে আটকে আছে ওসমানীর নতুন আইসোলেশন ওয়ার্ড।

  |  ১৩:৪৩, আগস্ট ০৪, ২০২১

এদিকে করোনা মহামারি শুরুর কিছুদিন পর থেকেই ওসমানী হাসপাতালে আলাদাভাবে করোনা ইউনিট স্থাপন করা হয়। শুরুতে ২৬০টি সাধারণ শয্যা আর ৮টি আইসিইউ শয্যা নিয়ে করোনা ও উপসর্গের রোগীদের চিকিৎসা শুরু হলেও সম্প্রতি তা বাড়িয়ে সাধারণ শয্যা বা করোনা আইসোলেশন শয্যা করা হয়েছে ৩৩০টি। আর আইসিইউ বাড়িয়ে করা হয়েছে ১৮টি। এর সঙ্গে আইসিইউ সমকক্ষ আরো ৫ শয্যা বাড়ানো হয়েছে। সব মিলে আইসিইউ হয়েছে ২৩টি। কিন্তু সম্প্রতি করোনা সংক্রমণ দ্রুত বাড়ায় দেখা দিয়েছে সংকট। এ সংকটে ওসমানী হাসপাতালে আরো ৪৫০ শয্যা বাড়ানো অতি জরুরি বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। অপরদিকে সিলেটে সংকট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেন। এ সময় তিনি ওসমানী হাসপাতালের ৪৫০ শয্যা বাড়ানোর ব্যাপারটিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী নিজে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছেন, আমিও চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো পদক্ষেপ মেলেনি। তাই যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়া হয় তাহলে সিসিকের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ