রোগী সেজে কৃত্রিম পায়ে করে হেরোইন পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২
মাদক ব্যবসায়ীর কৃত্রিম পায়ের ভেতর থেকে ১০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩। অ্যাম্বুলেন্সে রোগী সেজে মাদক পরিবহনের সময় র্যাবের জালে আটকা পড়ে তারা। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার আজিজুর রহমান (৩৫) ও অ্যাম্বুলেন্স চালক বুলবুল আহমেদ (৪০)। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে রংপুর-১৩ সদর দপ্তরে র্যাবের কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাস স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে জরুরি চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন অ্যাম্বুলেন্সটিকে থামিয়ে তল্লাশি করা হয়। পঙ্গু ও সারা শরীরে টিউমারে আক্রান্ত আজিজুর রহমানকে রংপুরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে বলে জানায় চালক বুলবুল। এ সময় র্যাব সদস্যদের কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে পাটিতে তল্লাশি করা হয়। এতে অভিনব কায়দায় লুকানো ৪১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে নিয়োগ অ্যাম্বুলেন্সটিকে জব্দ করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে রংপুর অঞ্চলে মাদক পাচার করে আসছিলো। তাদের দু’জনের নামেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 