Sobujbangla.com | জুয়ার আসর থেকে জামাই-শাশুড়িসহ গ্রেপ্তার ১০
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

জুয়ার আসর থেকে জামাই-শাশুড়িসহ গ্রেপ্তার ১০

  |  ২০:৩৯, জুলাই ১৭, ২০২১

চট্টগ্রাম নগরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়ার আসর পরিচালনার অভিযোগে জামাই-শাশুড়িকে আটক করা হয়েছে। বাকি ৮জন জুয়া খেলতে গিয়েছিলেন। শুক্রবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১০ জনের মধ্যে শাশুড়ি ফরিদা বেগম (৫০) ও তার মেয়ের জামাই আব্দুর রহিম (৪০) জুয়ার আসর পরিচালনা করতেন। জুয়া খেলতে গিয়ে গ্রেপ্তার বাকিরা হলেন, আব্দুল হক বাবুল (৪২), মো. কবির (৪০), মিন্টু হাওলাদার (২৭), জাফরুল্লাহ (৪৯), আনোয়ার হোসেন (৫০), মিজানুর রহমান পারভেজ (৪৫) ও বদিউল আলম (৪৭)। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফরিদা বেগম দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসাতেন এবং তার মেয়ের জামাই আব্দুর রহিম মোগলটুলিসহ আশপাশের এলাকা থেকে গরীব-শ্রমজীবী মানুষ সংগ্রহ করে জোয়ার আসরে নিয়ে আসতেন। এসময় নগদ ২ হাজার ৭২৫টাকা এবং জুয়ার খেলার সরঞ্জাম তিন সেট তাস জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ