করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিলেন ডিআইজি হাবিবুর রহমান।
করোনা রোগীদের সেবায় এক অনন্য নজির স্থাপন করলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। পেশাগত কাজের বাইরেও মানুষের জন্য অনেক কিছু করা যায় তা দেখিয়ে দিলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। সব সময় বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করায় তিনি হয়ে উঠেছেন পুলিশ বিভাগের রোল মডেল। এবার তিনি এগিয়ে এলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার করোনা রোগীদের সেবায়। করোনায় আক্রান্ত রোগীর অক্সিজেন সংকট নিরসনে কোটালীপাড়া উপজেলার করোনা রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। গত বুধবার বিকেলে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কোটালীপাড়া উপজেলায় করোনা রোগীদের সেবায় নিয়োজিত জ্ঞানের আলো ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে ডিআইজি হাবিবুর রহমানের পক্ষে এগুলো তুলে দেন গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জ্ঞানের আলো ফাউন্ডেশনের পরিচালক সুশান্ত মন্ডল, টিম লাইফ সাপোর্টের হিরণ ইউনিয়ন টিম লিডার আজিজুল ইসলাম, কোটালীপাড়া পৌরসভা টিম লিডার রিফাত হোসেন ও অর্থ সমন্বয়ক মাসুদুর রহমান পারভেজ উপস্থিত ছিলেন। জ্ঞানের আলো ফাউন্ডেশনের পরিচালক সুশান্ত মন্ডল বলেন, কোটালীপাড়ায় করোনার শুরু থেকেই কাজ করছে জ্ঞানের আলো ফাউন্ডেশনের ‘টিম লাইফ সাপোর্ট’। রোগীদের মাঝে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের জন্য সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হলে বিভিন্ন মানুষ এগিয়ে আসেন। সংগ্রহ হয় ১ লাখ টাকা। অক্সিজেন সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সিলিন্ডার কিনতে চিন্তায় পরে যাই। বিষয়টি নিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যারকে জানালে তিনি এগিয়ে আসেন। সংগৃহীত ১ লাখ টাকার বিনিময়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ২০টি অক্সিজেন সিলিন্ডার সেট পাঠান। পুলিশের উচ্চপদস্থ মানবিক এই কর্মকর্তার মহানুভবতায় কোটালীপাড়ার করোনা রোগীদের মুখে হাসি ফুটবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 