Sobujbangla.com | প্রথম দিনেই ঘরমুখো মানুষের ঢল।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

প্রথম দিনেই ঘরমুখো মানুষের ঢল।

  |  ২১:০৫, জুলাই ১৫, ২০২১

রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভীড়। অনেকেই লকডাউনের কারণে এতোদিন বাধ্য হয়ে ঢাকায় ছিলেন। কেউ আবার যাচ্ছেন স্বজনদের সাথে ঈদ উদযাপন কিংবা জরুরি প্রয়োজনে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবির অভিযোগ অনেক যাত্রীর। দীর্ঘ অপেক্ষা করেও টিকিট না পাওয়ার আক্ষেপও ছিলো কারও কারও। কমলাপুর রেল স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে ঢুকতে দেয়া হয়নি। এছাড়া নৌপথেও গ্রামের উদ্দেশ্যে ছুটেছে মানুষ। ফেরিতে মানা সম্ভব হয়নি স্বাস্থ্যবিধি। কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হলেও লোকাল ট্রেনে তার ব্যত্যয় হচ্ছে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি নিয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘ট্রেনের টিকিট কাটতে যে ভোগান্তি হচ্ছে, সেটা অস্বাভাবিক কিছু না। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করেন, তাহলে তো সমস্যা হবেই। ট্রেনের সিট ক্যাপাসিটি থাকে ৭০০, সেখানে টিকিট বিক্রি হচ্ছে ৩৫০টা। মানুষের যে চাপ, সেটা তো সামাল দিতে পারা কঠিন।’ এদিকে, ঈদ আনন্দ দুঃখে পরিণত হয় এমন কাজ থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ১৮ বছর ও তার বেশি বয়সীদের টিকা দেয়ার কথা ভাবছে সরকার। প্রায় তিন কোটি ডোজ সংরক্ষণের ব্যবস্থা আছে দেশে। রোববার থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ