Sobujbangla.com | সিলেট জেলাজুড়ে বসছে অর্ধশতাধিক পশুর হাট।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেট জেলাজুড়ে বসছে অর্ধশতাধিক পশুর হাট।

  |  ২০:৪৯, জুলাই ১৫, ২০২১

অনেক জল্পনা-কল্পনা শেষে এবার সিলেটজুড়ে অর্ধশতাধিক অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রসাশন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২টি পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে। এসব পশুর হাটের বেশিরভাগই বসবে উপজেলা পর্যায়ে। সিলেট মহানগরীর মধ্যে বসবে তিনটি হাট, যেগুলোর অনুমোদন পেয়েছে সিটি করপোরেশন (সিসিক)। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, কোরবানির পশুর হাটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসে জেলা প্রশাসন। সেখানে সিটি করপোরেশন ও উপজেলা পর্যায় থেকে আসা আবেদন যাচাই করা হয়। সামগ্রিক পর্যবেক্ষণের পর ৫২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদ দেয়া হয়। এর মধ্যে তিনটির অনুমোদ পায় সিসিক। জানা গেছে, নগরীর দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল, নগরের মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও শাহী ঈদগাহ এলাকার কালাপাথর মাঠে অস্থায়ী পশুর হাট বসাবে সিসিক। সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তিনটি হাটের অনুমোদন পাওয়ার পর আমরা পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছি। আজ বৃহস্পতিবার দরপত্র জমা দেয়ার শেষ দিন। সকল প্রক্রিয়া দু-একদিনের মধ্যেই শেষ হবে। এরপর পশুর হাট বসবে। তিনি জানান, সিসিক ৮টি হাটের অনুমোদন চেয়েছি। সেগুলো হলো- দক্ষিণ সুরমা ট্রাক ট্রার্মিনালের অব্যবহৃত জায়গা, ঝালোপাড়া স্কুলের মাঠ, রিকাবীবাজার যাত্রী চাউনির পাশের জায়গা, টিলাগড় পয়েন্টের খালি জায়গা, মাছিমপুর কয়েদির মাঠ, আম্বরখানা আবাসন সংলগ্ন মাঠ, মদিনা মার্কেট ও চৌকিদেখি পয়েন্ট সংলগ্ন এলাকা। তবে সামগ্রিক পরিস্থিতি যাচাই করে তিনটি পশুর হাটের অনুমোদন মিলেছে। সিলেটের সকল উপজেলা পর্যায়ে ৪৯টি অস্থায়ী পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে যাতায়াত করতে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ