স্বাভাবিক হয়ে যাচ্ছে নগরীর জীবনযাত্রা।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধে চলমান লকডাউনের দ্বাদশ দিনে রাস্তায় মানুষের আনাগোনার পাশাপাশি যানবাহনের চলাচল আরও বেড়েছে। কোভিড-১৯ আক্রান্ত মানুষের মৃত্যুহারের ঊর্ধ্বগতির পরও অলিগলিসহ কাঁচাবাজারে মানুষের জটলাও ছিল অন্যদিনের তুলনায় বেশি।
সোমবার সকাল থেকে গরম উপেক্ষা করে রাস্তায় রিকশাসহ অন্য যানবাহনে মানুষের চলাচল তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।
নগরীর আম্বরখান, বন্দরবাজার, রিকাবীবাজার, জিন্দাবাজার, চৌহাট্টাসহ বিভিন্ন এলাকায় সরজমিনে এসব চিত্র দেখা গেছে। এসব এলাকায় ঘোরাঘুরি করে দেখা গেছে, কঠোর বিধিনিষেধের সময়ে কয়েকদিনের তুলনায় লকডাউনের আওতামুক্ত পরিবহন ও কিছু সরকারি অফিস, ব্যাংক ও সেবাখাতে অফিস খোলা থাকার কারণে সড়কে রিকশা, ব্যক্তিগত যানবাহনের চলাচল ছিল বেশি।
সড়কে লকডাউনের আওতামুক্ত যানবাহন, রিকশার চলাচল তুলনামূলক কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেতে শুরু করে চলাচল। প্রয়োজনে-অপ্রয়োজনে রিকশা, মোটরসাইকেলসহ অন্য পরিবহনে নিজ নিজ কর্মস্থল বা গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে লোকজনকে।
মোড়ে মোড়ে আরোহীর অপেক্ষায় রিকশাচালকদের জটলাও এদিন তুলনামূলক বেড়েছে। বিভিন্ন কাঁচাবাজার ও অলিগলির দোকানপাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটায় বাইরে বের হওয়া মানুষের আনাগোনা বেড়েছে। স্বাস্থ্য সুরক্ষায় মানুষ মাস্ক পরলেও রাস্তায় চলাচল, অলিগলিসহ কাঁচাবাজারে ঘোরাঘুরির সময় শৈথিল্য দেখা গেছে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হয়। ইতোমধ্যে আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 