Sobujbangla.com | কোপা’র ফাইনাল ম্যাচে যে পাঁচটি দিক প্রভাব ফেলতে পারে।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কোপা’র ফাইনাল ম্যাচে যে পাঁচটি দিক প্রভাব ফেলতে পারে।

  |  ১৮:৪৮, জুলাই ১০, ২০২১

ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। প্রভাব পড়েছে বাংলাদেশের নানা প্রান্তে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। তাও আবার কোপা আমেরিকার ফাইনালের মঞ্চে। সুপার ক্লাসিকো খ্যাত এই লড়াইয়ের বাড়তি আকর্ষণ লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দুই দলের প্রধান দুই তারকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিবে না। ৪৭তম কোপা আমেরিকার ফাইনালের ম্যাচটি বসতে চলেছে মারাকানা স্টেডিয়াম। রিও ডি জেনেরিওর এই মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, টেন ২ ও টেন ৩। অনলাইনে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের সনি সিক্স চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ। নিজেদের ইতিহাসে ১১১ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। ৪৬ ম্যাচে জয় নিয়ে তুলেছে সেলেকাওরা। আলবেসিলেস্তেদের জয় ৪০টিতে। ২৫ ম্যাচ ড্র হয়েছে। ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রীতি ম্যাচের প্রথমবারের মতো মাঠে নেমেছিল দলদুটি। ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় তুলেছিল আর্জেন্টিনা। দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় জয়টা আকাশী-সাদাদের পক্ষে। ১৯৪০ সালে ৬-১ গোলের ব্যবধানে জয় তুলেছিল আর্জেন্টিনা। ১৯৪৫ সালে ৬-২ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। যা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়। মোট জয়ে ব্রাজিল এগিয়ে থাকলে কোপা আমেরিকায় ফল আর্জেন্টিনার পক্ষেই। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে দল দুটি মুখোমুখি হয়েছে ৩৩ বার। আর্জেন্টিনার ১৬ জয়ের বিপরীতে ব্রাজিলের জয়ের সংখ্যা ১১। ড্র হয়েছে বাকি ৬ ম্যাচ। মহাদেশীয় এই আসরে দলদুটির প্রথম দেখা হয় ১৯১৬ সালে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরের বছর আবারও মুখোমুখি হয় তারা। ওই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা। তবে কোপার লড়াইয়ে সব শেষ জয় তুলেছে ব্রাজিল। ২০১৯ সালের ২ জুলাইয়ে বসেছিল ম্যাচটি। সেমিফাইনালে ব্রাজিল ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। কোপা আমেরিকায় মোট ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে নয়বার ট্রফি জিতেছে ব্রাজিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ