পরিকল্পনামন্ত্রীর এলাকায় আশ্রায়ণ প্রকল্পে অনিয়ম।
দক্ষিণ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের এলাকায় বসবাসের আগেই ভেঙ্গে পড়ছে মুজি বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ণ প্রকল্পের ঘর। উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের পিঠাপসী ও ঘোড়াডুম্বুর গ্রামে ১৫১ টি ঘর উপহার দেওয়া হয়। এর মধ্যে ১০/১২টি ঘরে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া টানা বৃষ্টিতে ঘরের পাশের মাটি ধসে গেছে।
এলাকাবাসী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন প্রতি ঘর থেকে ১০ হাজার টাকা করে নিয়েছেন। নিম্নমানের নির্মানসামগ্রী ব্যবহার করা হয়েছে। ৫০ থেকে ৬০ বস্তা সিমেন্ট ব্যবহারের কথা থাকলেও ২৫/ ৩০ বস্তা দিয়ে কাজ শেষ করা হয়েছে। ঘরে পাঁচটি জানালা দেওয়ার কথা থাকলেও কোথাও তিনটি কোথাও চারটি দেওয়া হয়েছে। তিন ইঞ্চি কাঠ ব্যবহারের কথা থাকলেও দেড় ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ইউনিয়ন চেয়ারম্যানদের বরাদ্দ থেকে মাটি ভরাটের ১২ লাখ টাকা নেওয়া হলেও মাটি ভরাট করা হয়নি।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূর মিয়া বলেন, এই আশ্রায়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। প্রতিটি ঘর থেকে ১০/১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিসি স্যারকে অনুরোধ করেছি, অাপনি এসে দেখে যান কীভাবে দুর্নীতি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া বলেন, এ রকম ঘটনা আমার জানা নাই।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, এ সব ঘরে বরাদ্দ খুব কম। নিচু জায়গা হওয়ায় ঘর ধেবে যেতে পারে। তবে, তদন্ত কমিটি করা হয়েছে। কেউ অনিয়ম করলে শাস্তি হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান বলেন, আমি মাসখানেক আগে যোগদান করেছি। এই প্রকল্পে অনিয়মের বিষয়টি মাথায় রেখে ইতোমধ্যে পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবারের মধ্যে তারা রিপোর্ট দিবেন। আমি নিজেও পরিদর্শন করবো। অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 