Sobujbangla.com | ক্রেতা থেকে নেয়া ৩৩ লাখ টাকা ভ্যাট জমা দিল টেপটেলস।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

ক্রেতা থেকে নেয়া ৩৩ লাখ টাকা ভ্যাট জমা দিল টেপটেলস।

  |  ২০:০৮, জুলাই ০৬, ২০২১

ভ্যাট গোয়েন্দার অভিযানের পর ক্রেতাদের নিকট অবৈধভাবে কেটে রাখা ৩৩ লাখ টাকা ভ্যাট সরকারের কোষাগারে জমা দিয়েছে রাজধানীর বনানীর টেপটেলস রেস্টুরেন্ট। আজ মঙ্গলবার এই ভ্যাট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জমা দিয়েছে। একইসাথে, প্রতিষ্ঠানটি আবেদন করে নতুন ভ্যাট নিবন্ধন গ্রহণ নিয়েছে।  মঙ্গলবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ভ্যাট গোয়েন্দা।  বিজ্ঞপ্তিতে বলা হয়, রেস্টুরেন্টটি ভ্যাট নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে ব্যবসা করে আসছিল এবং ক্রেতার কাছ থেকে ভুয়া চালান ইস্যুর মাধ্যমে ১৫ শতাংশ হারে ভ্যাট সংগ্রহ করলেও তা সরকারি কোষাগারে জমা প্রদান করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীন ১৫ জুন অভিযান পরিচালনা করে। ভ্যাট গোয়েন্দার তদন্তে দেখা যায়, টেপটেলস রেস্টুরেন্টটির প্রতিটি খাবারের বিলে VAT Registion: Applied হিসেবে উল্লেখ রয়েছে এবং এতে ১৫% হারে ভ্যাট কেটে রাখা হয়েছে। অথচ এই ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করেনি রেস্টুরেন্টটি।  ভ্যাট আইন অনুসারে, যে কোন ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর পূর্বেই যথাযথভাবে ভ্যাট নিবন্ধন গ্রহণ এবং নির্ধারিত ৬.৩ ফরমে ক্রেতাদের ভ্যাট চালান ইস্যু করতে হবে। একইসাথে মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সংগৃহীত ভ্যাট স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে গত ৫ মাস ক্রেতাদের নিকট থেকে ভ্যাট কর্তন করে; অথচ তা সরকারি কোষাগারে জমা করেনি।  বলা হয়, প্রতিষ্ঠানটির নিকট থেকে জব্দকৃত তথ্য অনুসারে জানুয়ারি/২০২১ থেকে মে/২০২১ পর্যন্ত মূসক আরোপযোগ্য পণ্যের বিক্রয়মূল্য ছিল ২,২০,৬৩,০০৯ টাকা, যার উপর প্রযোজ্য মূসক ৩৩,০৯,৪৫২ টাকা উদঘাটিত হয়।  ভ্যাট গোয়েন্দার তদন্তকালে প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করে এবং ক্রেতার কাছ থেকে অবৈধভাবে গ্রহণ করা সমুদয় ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করে। প্রতিষ্ঠানটি গুলশান ভ্যাট সার্কেলে আবেদন করে ভ্যাট নিবন্ধন গ্রহণ করেছে, যার নম্বর ০০৩৯১৬৯৯৮-০১০১।  ভ্যাট আইন লঙ্ঘন করায় রেস্টুরেন্টের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ভ্যাট কর্তন করায় টেপটেলসকে জরিমানা আরোপ করা হতে পারে। 

এ বিভাগের অন্যান্য সংবাদ