ফার্মগেট এলাকায় বৃষ্টিতে কোমর পানি।
রাজধানীর ব্যস্ততম ফার্মগেটের পশ্চিম তেজতুরী এলাকায় বৃষ্টিতে রাস্তা-ঘাটে কোমর পানি হয়েছে। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকা হলেও প্রায় ২০ বছর ধরে বাসিন্দাদের জলাবদ্ধতার কোনো সমাধান হয়নি জানান এলাকাবাসী। রোববার (০৪ জুলাই) সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি হলে পশ্চিম তেজতুরী বাজারের রাস্তায় কোমর পানি জমে যায়। এলাকার দোকানপাট ও নিচতলা বাড়িতেই পানি উঠে। গ্রিন রোডের রাস্তায় কোমর পানি জমেছে। একটু বৃষ্টি হলেই চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। পশ্চিম তেজতুরী এলাকার বাসিন্দা নাজনীন আরা বলেন, বৃষ্টির মৌসুম এলেই ভোগান্তিতে পরতে হয়। টিপটিপ বৃষ্টিতে চলাচল দুষ্কর হয়ে পড়ে। আর মুষলধারে বৃষ্টিতে কোমর সমান পানি হয়। প্রতিটি বাড়ির নিচতলা এবং রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। গত ২০ বছর ধরে এমন দৃশ্যই দেখে আসছেন নাজনীন আরা। আরেকজন বাসিন্দা মো. হাসান বলেন, টিপটিপ বৃষ্টি হলেই বাড়ি থেকে বের হতে পারি না। মুষলধারে বৃষ্টিতে কোমর পানির মধ্য দিয়ে আসতে হয়। এলাকার দোকান মালিক মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে যায়। দোকানের সামনে তিন ফুট উঁচু গাঁথুনি দিয়েছি পানি ঢুকে। বর্ষার সময়ে বেচাকেনা তো দূরের কথা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 