Sobujbangla.com | প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পেরু।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পেরু।

  |  ১৩:১২, জুলাই ০৩, ২০২১

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে পেরু। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিলো ম্যাচ। ল্যাতিন আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালটি ছিলো কার্ড আর গোলের খেলার। ১১ মিনিটেই গোমেজের গোলে লিড নেয় প্যারাগুয়ে। তবে ১০ মিনিট পর এই গোমেজের আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে পেরু। ৪০ মিনিটে লাপাদুলার গোলে ম্যাচে প্রথম লিড নেয় তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে গোমেজ ২য় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। এই সুযোগটি অবশ্য কাজে লাগাতে পারেনি পেরু। ৫৪ মিনিটে আলোনসোর গোলে ম্যাচে সমতা আনে প্যারাগুয়ে। ৮০ মিনিটে উতুনের গোলে ম্যাচে ২য় বারের মত লিড নেয় পেরু। তবে ৮৫ মিনিটে কারিল্লো ২য় হলুদ কার্ড দেখলে প্যারাগুয়ের সমান ১০ জনে পরিণত হয় পেরুও। যার সুযোগ নিয়ে আভালোসের গোলে ম্যাচের শেষ মিনিটে আবার ম্যাচে ফেরে তারা। কোপায় এবার অতিরিক্ত সময় না থাকায় সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকে। প্রথম ৫ শটের পরও নির্ধারিত হয়নি ম্যাচের ভাগ্য। সাডেন ডেথে প্যারাগুয়ের এস্পিনোলা গোল করতে ব্যর্থ হলেও পেরুর ট্রাউকো দলকে নিয়ে যান সেমিফাইনালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ