কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাজপথে শক্ত টহল।

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাজপথে শক্ত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরুনো সবাইকে পড়তে হচ্ছে জেরার মুখে। এতে মামলা দেয়ার পাশাপাশি আটকও করছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব-পুলিশের পাশাপাশি আজও রাজপথে আছে সশস্ত্র বাহিনী ও বিজিবি। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ছিল, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের চেকপোস্ট।
দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। গতকাল প্রথম দিনে র্যাব-পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও বিজিবি টহল দেয় রাজপথে। এতে বিধিনিষেধ না মানায় শুধু রাজধানীতেই গ্রেপ্তার হন সাড়ে ৫০০ জন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এই সময়ে জরুরি পরিষেবার সাথে জড়িতরা ছাড়া কেউ বের হতে পারবেন না রাস্তায়। নিষেধাজ্ঞার আওতার বাইরে ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সবাই পরিচয়পত্র দেখিয়েই পার পাচ্ছেন প্রতিটি চেকপোস্ট।
কোথাও কোথাও নিষেধাজ্ঞা অমান্যকারীদের আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।