Sobujbangla.com | কঠোর লকডাউন ভঙ্গে দ্বিতীয় দিন শেষে গ্রেপ্তার ৩২০
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কঠোর লকডাউন ভঙ্গে দ্বিতীয় দিন শেষে গ্রেপ্তার ৩২০

  |  ১৮:৪৩, জুলাই ০২, ২০২১

করোনাভাইরাস সংক্রমণরোধে দ্বিতীয় দিনে ঢাকায় ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অযৌক্তির কারণে ঘর থেকে বের হওয়ার তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (০২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।
লকডাউনের দিনে রাজধানীয় মূল সড়কগুলোতে মানুষের চলাচল কম থাকলেও অলিগলিতে বেশি ছিল বলে জানায় পুলিশ। অনেক গলিতে আড্ডা দিয়েছে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়।
গ্রেপ্তার ছাড়াও ২০৮ ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ট্রাফিক পুলিশ ৬৮টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।
বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় মিরপুর থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। পুলিশ বলছে, মিরপুর এলাকায় বিধিনিষেধ অমান্য করায় তাদের আটক করা হয়েছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে রাস্তায় বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।
এর আগে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতে বের হওয়ায় গতকাল বৃহস্পতিবার মিরপুরে শতাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, পল্লবী এলাকায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।
বিধিনিষেধের প্রথম দিন (বৃহস্পতিবার) রাজধানীর বিভিন্ন এলাকায় ৭৫৫ জনকে আটক করা হয়। এর মধ্যে মামলা দায়ের করে ২৫৮ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এছাড়া ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়। ছয়টি গাড়ি আটক ও ৭৭টি গাড়ি রেকারিং করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ