মেন্দিবাগে দুই যুবককে কুপিয়ে রক্তাক্ত, আটক ১
নগরীর মেন্দিভাগ এলাকায় দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় বাদল নামের একজনকে আটক করেছে পুলিশ। এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজার নির্দেশনায় শুক্রবার রাত সোয়া ১২টার শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই সুহেলের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উপশহর থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তার সামনে দুই যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। আহতরা হলেন- শাহী ঈদগাহ এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে রায়সুল (২৬) ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (২৮)। এর মধ্যে আহত আব্দুল আহাদকে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে হামলাকারীরা স্থানীয় সিটি কাউন্সিলর সালেহ আহমদ সেলিম গ্রুপের এবং আহতরা কাউন্সিলর আজাদ অনুসারী সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের খান গ্রুপের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কিজন্য এ ঘটনাটি ঘটিয়েছে এখনও বলতে পারছে না পুলিশ। স্থানীয়রা জানান- মেন্দিভাগ পয়েন্টের পূর্বপাশ (শাহপরাণ থানাধীন) থেকে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে মেন্দিবাগ ল’ কলেজ পয়েন্টের ওখানে আসলে তাদেরকে কুপিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তাৎক্ষণিক এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) এহসান চৌধুরী, কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান- কেন, কি কারণে এই হামলা হলো তাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আহতদের একজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 