গৃহকর্মীকে নির্যাতনের ‘প্রমাণ পাওয়া যায় নি’ : পুলিশ।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিাভাগীয় কার্যালয়ের পরিচালকের বাসা থেকে রুনা আক্তার নামের এক কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে নগরের শাহজালাল উপশহর এলাকার ঘরের ভেতরে ওই কিশোরীর কান্না শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বুধবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করলে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন, আমরা ওই কিশোরী ও গৃহকর্মী ফারাহানাকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে নির্যাতনের সত্যতা মিলেনি। এছাড়া নারী পুলিশ দিয়ে রুণা শরীর পরীক্ষা করেও নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এসময় আমরা তাকে জিজ্ঞাস করেছিলাম- সে কেন এমন করল। তখন সে বলেছে তার এখানে থাকতে ভালো লাগে না। সে তার বাড়িতে চলে যেতে চায়। তাই সে কাজ করে না। আর কাজ না করলে গৃহকর্তী যিনি তিনি তাকে বকাঝকা করেন।
তিনি আরও বলেন, ‘এসময় আমরা গৃহকর্তীরও বক্তব্য নিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন উনার অনুপস্থিতিতে ওই মেয়ে তাঁর বাচ্চাকে মারধর করত। অনেক সময় শরীরে মরিচ লাগিয়ে দিতো। কিন্তু বাচ্চা অনেক ছোট হওয়ায় তেমনটা বলতে পারত না। শুধু বলত তার শরীর জলে। আজও সে তাঁর বাচ্চার শরীরে মরিচ লাগিয়েছে। পরে বাসায় এসে তিনি মেজে মরিচ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে বকাঝকা করাতে সে বাথরুমের ভিতর ঢুকে কান্না শুরু করে। এসময় তিনি বাহির থেকে দরজা আটকিয়ে ভয় দেখিয়ে বলেছেন আজ তোকে পুলিশে দিবো। তাতে সে চিৎকার শুরু করেছে। তাই আমরা একটি লিখিত রেখে গৃহকর্তীকে ছেড়ে দিয়েছি।
কাজের মেয়ের অভিভাবকদের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে ওসি বলেন, ‘আমরা মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম সে আবার তাদের বাসায় যাবে কি না তখন সে বলেছে ‘যাবে না’। তাই তার বাবার সাথে যোগাযোগ করে তাদের আনিয়েছি। তার বাবা আর স্থানীয় চেয়ারম্যান এসেছিলেন। এসে তাদের কোন অভিযোগ না থাকায় গৃহকর্তী ফারহানা চৌধুরীকে উনার স্বামীর জিম্মায় দেওয়া হয়েছে আর ওই মেকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
এ দিকে সাড়ে ৬ ঘন্টা পর মুক্ত হলেন গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রী ফারহানা চৌধুরী। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি পুলিশ হেফাজত থেকে মুক্ত হন। ফারহানা চৌধুরী পূবালী ব্যাংক সিলেট কদমতলী শাখার সিনিয়র কর্মকর্তা।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিাভাগীয় কার্যালয়ের পরিচালকের বাসায় গৃহকর্মী রুনা আক্তার নামের এক কিশোরীর কান্না শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শাহপরান থানা পুলিশ গিয়ে ঘরের ভেতরের বাথরুম থেকে কিশোরী রুনাকে উদ্ধার করে।
ওই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক এমরান হোসেনের স্ত্রী ফারাহানা আলম চৌধুরীর বিরুদ্ধে। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 