ভবিষ্যতে দেশে ভ্যাকসিন তৈরির পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় নানা সংকট থাকলেও বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো। আবারও টিকা কেনা শুরু হয়েছে। দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবে। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন শেখ হাসিনা। ভবিষ্যতে দেশে ভ্যাকসিন তৈরির পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
দেশের ইতিহাসে অনেক রাজনৈতিক দলের জন্ম হয়েছে আরও হবে। কিন্তু যে দিকটি অন্য সবার চেয়ে আওয়ামী লীগে অনন্য-আলাদা করেছে, সেটি হলো মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া।।
সংগ্রাম-গৌরব-অর্জনের দীর্ঘ পথ পেরিয়ে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে উপমহাদেশের অন্যতম প্রাচীন দলটি। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে হয় আলোচনা সভা। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে তিনি বলেন, গণমানুষের জন্য দেশের একমাত্র দল আওয়ামী লীগ। ক্ষমতায় এসে কিংবা মার্শাল ল জারি করে যারা দল গঠন করেছে তারা কখনও জনগণের কল্যাণ করেনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই করোনা অতিমারী মোকাবিলা করেও দেশ এগিয়ে যাচ্ছে। ভ্যাকসিন ইস্যুতে ধৈর্য্য ধরার আহ্বান তার। জানান, সবাইকে টিকার আওতায় আনা হবে। মানুষের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফুল দেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 