সিলেটে করোনায় আরও দুই জনের মৃত্যু
সিলেটে করোনা আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃত্যু ও শনাক্ত বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত সচেতন মহল। তবে সাধারণ মানুষের মধ্যে নেই বিন্দুমাত্র স্বাস্থ্য সচেতনতা। সিলেটে গত ২৪ ঘন্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭১জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮০ জন । রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন আরও ৭১ জন। তাদের মধ্যে ৩৬ জন সিলেটের, সুনামগঞ্জের ১ জন,হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ১৪ জন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ রোগীর করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৬০৬ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৫৬৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৪৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৩৬ জন। একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের ৫৬ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১৪ জন সুনামগঞ্জের ও ১০ জন মৌলভীবাজারের বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ১১৩ জন। তার মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৮৯২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৬৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২জন। তারা দুইজনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মারা গেলেন ৪৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৫৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩১ জন। অন্যদিকে, সিলেটের চার জেলা মিলে ২৫৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের ২২৬ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১ জন হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ২১ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদেরকে সিলেট জেলায় রাখা হয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 