Sobujbangla.com | টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে কিশোরের মৃ’ত্যু।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে কিশোরের মৃ’ত্যু।

  |  ২২:৩৯, জুন ১২, ২০২১

মহামারি করোনাভাইরাসের টিকা নেওয়ার পর শরীরে রক্ত জমাট বেঁধে ইতালিতে ক্যামিলা ক্যানেপা (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর গত ২৫ মে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা নিয়েছিলেন। এরপরই তার শরীরে বিরল প্রকৃতির রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দেয় এবং গত বৃহস্পতিবার (১০ জুন) তিনি মারা যান। এরপরই ৬০ বছরের নিচে সবার জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করেছে ইতালি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সকল বয়সের মানুষের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও সেটা গুরুত্ব না দিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ায় দেশটির মিডিয়া ও রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছে ইতালির সরকার।
শুক্রবার (১১ জুন) ইতালি সরকার জানিয়েছে, এখন থেকে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যেই কেবল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হবে।
ইতালির প্রধান মেডিকেল উপদেষ্টা ফ্রাংকো লোকাতেল্লি বলেন, ৬০ বছরের কম বয়সী যেসব ব্যক্তি ইতোমধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদেরকে অন্য কোনো সংস্থার তৈরি টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
অ্যাস্ট্রাজেনেকা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ