Sobujbangla.com | সরকার জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে : নাহিদ।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সরকার জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে : নাহিদ।

  |  ১৯:৪৮, জুন ০৯, ২০২১

সাবেক শিক্ষা মন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এখন করোনার টিকা অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে চাইছে। সরকার যেকোন মূল্যে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া।
মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২০তম মাসিক সভায় অংশ নেন তিনি। করোনাকালীন সময়ে উপজেলাবাসীকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় ভূয়সি প্রশংসা করেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি।
এসময় তিনি আরো বলেন,‘বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব শুধু চিকিৎসকদের নয়, স্বাস্থ্য সচেতন সব ব্যক্তিকে নিতে হবে।’সরকার কথায় ও কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে, উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকার দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই সুস্থ রাজনীতি করে দেশপ্রেমের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদের পরিচালনায় উপজেলার স্বাস্থ্য সেবার বিভিন্ন চিত্র সভায় উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
মাসিক সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান মো জামাল হোসেন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকছুদুল ইসলাম আউয়াল, সাবেক সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম ও প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রার্চায্য।
এরপর তিনি বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে নির্মিত মিনি সাব-স্টেশন উদ্বোধন, উপজেলা প্রশাসনের নতুন ভবনের উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ