Sobujbangla.com | কোম্পানিগঞ্জে ‘সুপারির জন্য’ সীমান্ত পাড়ি, আটক ৮
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

কোম্পানিগঞ্জে ‘সুপারির জন্য’ সীমান্ত পাড়ি, আটক ৮

  |  ১৯:০৯, জুন ০৬, ২০২১

কোম্পানীগঞ্জে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক চারজন হলেন- কোম্পানীগঞ্জের কালাইরাগের আলী হোসেন (২৪), নজির হোসেন (২১), আলী আকবর (২০) ও মখন মিয়ার ছেলে জুবায়েল আহমদ (২১)। রোববার দুপুরে চারজনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মামলা হলে পুলিশ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
রোববার ভোরে কোম্পানীগঞ্জের কালাইরাগ থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও বিজিবি বলছে, তারা সুপারি কেনার জন্য সীমান্তের ওপারে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর দিক পুরোটা বাংলাদেশ-ভারত সীমান্ত। করোনা পরিস্থিতির কারণে সীমান্ত এলাকা কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে ভোলাগঞ্জ, উৎমা ও কালাইরাগ এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ভোরের দিকে বিজিবির টহল দল কালাইরাগ থেকে চারজনকে আটক করে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতিতে ছিলেন। বিজিবির হাতে ধরা পড়ার পর চারজনই স্বীকার করেন যে সুপারি কিনতে তাঁরা ওপারে যাচ্ছিলেন। তাঁদের কাছ থেকে ৪০০টি সুপারি উদ্ধারের কথাও জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সীমান্ত এলাকার কিছু মানুষ এভাবে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সুপারি নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করেন। সুপারি এখানার একটি অন্যতম চোরাচালান পণ্য।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ