Sobujbangla.com | কোম্পানিগঞ্জে ‘সুপারির জন্য’ সীমান্ত পাড়ি, আটক ৮
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কোম্পানিগঞ্জে ‘সুপারির জন্য’ সীমান্ত পাড়ি, আটক ৮

  |  ১৯:০৯, জুন ০৬, ২০২১

কোম্পানীগঞ্জে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক চারজন হলেন- কোম্পানীগঞ্জের কালাইরাগের আলী হোসেন (২৪), নজির হোসেন (২১), আলী আকবর (২০) ও মখন মিয়ার ছেলে জুবায়েল আহমদ (২১)। রোববার দুপুরে চারজনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মামলা হলে পুলিশ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
রোববার ভোরে কোম্পানীগঞ্জের কালাইরাগ থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও বিজিবি বলছে, তারা সুপারি কেনার জন্য সীমান্তের ওপারে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর দিক পুরোটা বাংলাদেশ-ভারত সীমান্ত। করোনা পরিস্থিতির কারণে সীমান্ত এলাকা কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে ভোলাগঞ্জ, উৎমা ও কালাইরাগ এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ভোরের দিকে বিজিবির টহল দল কালাইরাগ থেকে চারজনকে আটক করে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতিতে ছিলেন। বিজিবির হাতে ধরা পড়ার পর চারজনই স্বীকার করেন যে সুপারি কিনতে তাঁরা ওপারে যাচ্ছিলেন। তাঁদের কাছ থেকে ৪০০টি সুপারি উদ্ধারের কথাও জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সীমান্ত এলাকার কিছু মানুষ এভাবে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সুপারি নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করেন। সুপারি এখানার একটি অন্যতম চোরাচালান পণ্য।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ