Sobujbangla.com | শর্ত ভেঙে দাম প্রকাশ, সিনোফার্মের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শর্ত ভেঙে দাম প্রকাশ, সিনোফার্মের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা।

  |  ২০:০০, জুন ০৪, ২০২১

দাম প্রকাশ করায় চীনের সিনোফার্ম থেকে করোনার টিকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরইমধ্যে অপ্রকাশিত চুক্তির শর্ত লঙ্ঘন করায় ক্ষোভ জানিয়েছে চীন। 
ডোজ প্রতি ১০ মার্কিন ডলারে বাংলাদেশকে দেড় কোটি করোনা টিকা দেয়ার চুক্তি করে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ- সিনোফার্ম। তবে চীনের পক্ষ থেকে শর্ত ছিল, প্রকাশ করা যাবে টিকার মূল্য।
সেই শর্ত লঙ্ঘন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন টীকার দাম। এতেই বাধে বিপত্তি। টিকার দাম জনসম্মুখে চলে আসায় চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। তৈরি হয় ১০ ডলারে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। যদিও চীনের কাছে এরইমধ্যে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘চীন বাংলাদেশকে পছন্দ করে। যার ফলে তারা বাংলাদেশের কাছে খুব ডিসকাউন্ট মূল্যে টিকা বিক্রি করছে। কিন্তু অন্যান্য দেশে একই টিকা দুই-তিন গুণ দামে বিক্রি করেছে। এখন এটা বের হয়ে যাওয়ার ফলে ঐ দেশগুলো চীনকে চাপে রেখেছে। চীন বিষয়টি বাংলাদেশকে জানিয়েছে। আমরা বলেছি, ভবিষ্যতে এরকম হবে না।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিগগিরই আমেরিকার থেকে টিকা আসবে বাংলাদেশে ।
মন্ত্রী বলেন, ‘গুড় নিউজ হচ্ছে, আমরা শিগগিরই আমরেকি থেকে কিছু টিকা পাব। কখন পাবো, সেটা বলে নাই। তবে পাবো, সেটা বলেছে।
জুনে প্রথম চালানে ৫০ লাখসহ ডোজসহ তিন মাসে সিনোফার্মের পক্ষ থেকে মোট দেড় কোটি ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের।

এ বিভাগের অন্যান্য সংবাদ