Sobujbangla.com | স্বাধীনতার ৫০ বছরেও বাস্তবায়ন হয়নি দিরাই-শাল্লা সংযোগ সড়ক।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

স্বাধীনতার ৫০ বছরেও বাস্তবায়ন হয়নি দিরাই-শাল্লা সংযোগ সড়ক।

  |  ১৯:৪০, জুন ০৪, ২০২১

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া পায়নি শাল্লা উপজেলা। জনবহুল এই উপজেলার চলাচলের অতি গুরুত্বপূর্ণ সড়ক দিরাই- শাল্লা ২১ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার প্রায় আড়াই লক্ষাধিক মানুষ যাতায়াতের ভোগান্তিতে পরেছেন। দেশ স্বাধীনের পর থেকেই ওই রাস্তাটি নির্মাণের দাবী উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া যায়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তাই অতি দ্রুত এই রাস্তা নির্মানের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন সিলেটস্থ সচেতন দিরাই শাল্লা বাসী।। এতে যোগ দেন দিরাই শাল্লার নানা সংগঠনের মানুষজনও। এ সময় গন স্বাক্ষর অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, জ্যোর্তিময় তালুকদার,বিশ্বজিৎ তালুকদার, এড. সুব্রত দাস, রেদোয়ান মাহমুদ, এড. অমিতাভ চৌধুরী, সুমন কুমার দাস, অর্পন তালুকদার, প্রনতোষ দাস,মিঠু সরকার, খায়রুল বাশার, সুব্রত রায়, জুলহাস আহমদ, সৈয়দ আহমদ দুলাল, সুরঞ্জিত তালুকদার, রাজীব রায় রাজু, রাজীব দাস, বিপুল তালুকদার, শীতল রায়, সমর দাশ সহ শাল্লা দিরাইয়ের অন্যান্য নেতৃবৃন্দ।
দিরাই শাল্লার রাস্তার দাবী আদায়ের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, সোচ্চার নাগরিক ফোরাম, খালিয়াজুড়ি ফোরাম, দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, যাত্রী অধিকার পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, ৫০ বছরের স্বপ্ন আমাদের দিরাই শাল্লা সড়ক। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত থাকাবস্থায় ২০১১ সালে রাস্তার কাজ শুরু করা হয়। এতে শাল্লাবাসীর আশার সঞ্চার জেগেছিল। কিন্তু ২০১৭ সালে এসে রাস্তারটির প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় ৯৯ কোটি উত্তোলণ করে নিয়ে যায়। এতে আমাদের শাল্লাবাসীর ভাগ্যের অবনতি করে যায়। এরপর ড. জয়াসেন গুপ্তা এমপি নির্বাচিত হয়ে সংসদে একাধিবার দিরাই শাল্লার রাস্তা নিয়ে উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা ফেরত আসছে। তাই এসব আমলাতান্ত্রিক জটিলতা দুর করে অতিশীঘ্রই দিরাই শাল্লা সড়কের নতুন প্রকল্প অনুমোদন দিয়ে রাস্তার কাজ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১০ সালের পর থেকে ২০১৮ সালের শুকনো মৌসুম পর্যন্ত সড়কটিতে প্রায় ৯০ ভাগ মাটির কাজ সম্পন্ন হয়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সড়কের কাজ বন্ধ রয়েছে । এ অবস্থায় ২০১৭ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রকল্পটির মেয়াদ বর্ধিত করণের জন্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পত্র দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু মন্ত্রণালয় থেকে এই পত্র আমলে না নিয়ে নতুন করে প্রকল্প গ্রহণের জন্য বলা হয়। এর পর সড়কটিতে কোনো কাজ হয়নি। বর্তমানে সড়কের বেহাল দশায় উপজেলাবাসীর ভোগান্তি বেড়েছে দ্বিগুন। এছাড়াও এই সড়কের নির্মাণাধীন সেতুগুলোতে সংযোগ সড়ক না থাকায় কোনো সেতুই ব্যবহৃত হচ্ছে না। পাশ দিয়ে হাওর রক্ষা বাঁধের কাজ হওয়ায় মোটর সাইকেলের মাধ্যমে যোগাযোগ করেন শাল্লাবাসী। জানা যায় ২০১৭ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্প এলাকায় স্টাডি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ