Sobujbangla.com | সিলেট-৩ আসনে প্রার্থীজটে আওয়ামী লীগ।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেট-৩ আসনে প্রার্থীজটে আওয়ামী লীগ।

  |  ১৯:৩৬, জুন ০৪, ২০২১

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগে রীতিমতো প্রার্থীজট দেখা দিয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতা, প্রবাসী, ব্যবসায়ী, পেশাজীবীসহ নানা অঙ্গনের ব্যক্তিরা এই আসনে নৌকার প্রার্থী হতে তৎপরতা শুরু করেছেন। এ আসনের জন্য মনোনয়ন চান অন্তত দুই ডজন নেতা। সবাই আবার একই দলের। আর আজে থেকে দলীয় মনোনয়পত্র বিতরণ করেছে আওয়ামীলীগ।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যান। জুন মাসের মধ্যে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা পিছিয়ে যায়। তবে গত ২ জুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় আগামী ১৪ জুলাই সিলেট-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, কয়েসের মৃত্যুর পর থেকেই এই আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে এখন পর্যন্ত অন্তত দুই ডজন নেতার নাম শোনা গেছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন প্রয়াত সাংসদ কয়েসের স্ত্রী ফারজানা সামাদ চৌধুরীও। আগে রাজনীতিতে সক্রিয় না থাকলেও স্বামীর মৃত্যুর পর মাঠে নামেন তিনি। কয়েসের স্ত্রী ছাড়াও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে রয়েছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুর রকিব মন্টু।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ ও বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এ ছাড়া বেশ কয়েকজন প্রবাসীও আছেন এই তালিকায়। এদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি এনাম উল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী মনির হোসাইন।
এই আসনে এখনও জাপার বড় ভোটব্যাংক রয়েছে বলে ধরা হয়। দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান মহাজোট থেকে প্রার্থী হওয়ার জন্য এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন। এ ছাড়া জাপার হয়ে এই আসনের তিনবারের সংসদ সদস্য আব্দুল মুকিত খান ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়াও প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। এ আসনে স্বামীর অসম্পন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করতে দলীয় মনোনয়ন চান ফারজানা সামাদ চৌধুরী। তিনি বলেন, সাধারণ মানুষ নির্বাচন করার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে প্রার্থী হব।
ছাত্ররাজনীতি দিয়ে উঠে আসা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ স্থানীয় আওয়ামী লীগের গন্ডি পেরিয়ে তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। গেল জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেলেও নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সরব ছিলেন তিনি। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর সিলেটে খন্দকার মোশতাকের জনসভা পÐ করতে তিনি অগ্রণী ভ‚মিকা পালন করেছিলেন। দলের একটি বড় অংশ এবার দলীয় প্রার্থী হিসেবে তাকে দেখতে চাইছে।
উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। অত্যন্ত সজ্জনব্যক্তি হিসেবে পরিচিত ডা. দুলাল ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। সাধারণ ভোটাররা মনে করছেন ডা. দুলাল সংসদ সদস্য নির্বাচিত হলে আগামীতে জাতীয় রাজনীতিতে সিলেটের প্রতিনিধিত্ব বাড়বে। সিলেটের স্বাস্থ্যসেবার সুযোগ ও মান বৃদ্ধিতে তিনি বড় ভুমিকা রাখবেন বলেও মনে করছেন স্থানীয়রা। ডা. দুলালের বড় ভাই বীরমুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরীও দুইবারের সংসদ সদস্য ছিলেন।
গেলো দুই জাতীয় সংসদ নির্বাচন থেকে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন চেয়ে আসছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রায় একযুগ ধরে তিনি এলাকায় কাজ করছেন। বন্যা ও করোনার মতো সংকটময় সময়ে তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। সুখে-দু:খে পাশে থাকায় দলের একটি অংশ এবার উপ নির্বাচনে হাবিবকে দলীয় প্রার্থী হিসেবে প্রত্যাশা করছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কাজ করছি। কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। দলীয় সভানেত্রী যদি কোথাও কোন কাজে লাগাতে চান, তবে আমি প্রস্তুত আছি।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী বলেন, সিলেটের উন্নয়ন ও দলের স্বার্থে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাকে কাজে লাগাতে চাইলে সিলেট-৩ আসনে তিনি নির্বাচন করতে প্রস্তুত আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ