নতুন বিজ্ঞাপনে অপু বিশ্বাস-ইমন।

১৪ বছর পর নতুন বিজ্ঞাপনে জুটি বাঁধছেন ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক ইমন। ব্র্যান্ড রয়েল মালাবারের মডেল হিসেবে বিজ্ঞাপনে দেখা যাবে তাদের।
সম্প্রতি রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন অপু-ইমন। এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় অপু-ইমনের সঙ্গে আরো আছেন আনিলা তানজুম, সায়েম খান সাইফ ও জুবায়ের।
অপু বিশ্বাস বলেন, ‘ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবারের পোশাক ও জুয়েলারি বেশ ভালো। ডিজাইনগুলো আমার ভালো লেগেছে। মানের দিক দিয়েও ভালো যে কারণে কাজটি করছি।
ইমন বলেন, অপু বিশ্বাস গুণী অভিনেত্রী। আমার ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এরপর আর সিনেমা করা হয়নি। আজ মালাবারের ফটো শুটে আবার তার সঙ্গে কাজ করেছি। ভালো লেগেছে। তিনি কাজের ক্ষেত্রে হেল্প ফুল।