Sobujbangla.com | ৯২টি মামলার তবে চলছিল প্রতারণা।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

৯২টি মামলার তবে চলছিল প্রতারণা।

  |  ২০:৩১, জুন ০২, ২০২১

৯২টি মামলার খড়গ মাথায়। এক মামলায় সাজা পাওয়া। তবু প্রতারণা চলছিলো বহাল তবিয়তে। যদিও শেষমেষ সিআইডির জালে ধরা পড়লেন অন্তত ৫০ কোটি টাকার পণ্য হাতিয়ে নেয়া মশিউর। বুধবার সিআইডির প্রেস ব্রিফিংয়ের সময় জড়ো হয় শতাধিক ভুক্তভোগী। সবাই ফেরত চান টাকা।
শতাধিক অভিযোগ। কেউ পায় লাখের ঘরে, কারো পাওনা কোটি টাকা। ব্যবসার নামে পণ্য বুঝে নিয়ে কিছু টাকা পরিশোধ করেই শেষ। বাকি টাকা চাইলেই চলতো ধানাই পানাই, মারধর আর ক্ষমতার গালগল্প।
নাটেরগুরু মশিউরের বাড়ি গোপালগঞ্জ। সেই নাম ভাঙ্গিয়েই চলতো তার প্রতারণা। বছরদুয়েক আগে চট্টগ্রামে অফিস খুলে ৪৮টি প্রতিষ্ঠান থেকে ১৭ কোটি টাকার পণ্য হাতিয়েছেন। টাকা দেয়ার খবর নেই। এরপর ঢাকায় এসেও একই ফাঁদ পাতেন।
তবে তার গলাবাজি বেশিদিন টেকেনি। নারায়ণগজের দেলোয়ার ফ্লাওয়ার মিলের মালিকের অভিযোগে কাজ শুরু করে সিআইডি। অতঃপর কুপোকাত।
সিআইডি জানায়, এখন পর্যন্ত থানা আদালত মিলিয়ে তার নামে ৯২টি মামলা পাওয়া গেছে। সাজাও ঘোষণা হয়েছে একটি মামলায়।
এদিন প্রতারণার আরো দুটি চক্রের ৬ জন গ্রেপ্তার করেছে সিআইডি। একটি চক্র চাকরির নামে হাতিয়ে নিতো টাকা। আরেক চক্রের টার্গেট ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। ব্যবসার অংশীদার হওয়ার প্রস্তাবে সেই চক্রেরও হাতিয়ে নেয়া টাকার পরিমাণ কোটির ঘরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ