বিল বকেয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজিপুর ইউপি কমপ্লেক্স।
অন্ধকারে রয়েছে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। পল্লী বিদ্যুতের প্রায় অর্ধলক্ষ টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। এনিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা।
শুধু বিদ্যুৎ সংযোগই বিচ্ছন্ন নয় পুরো ইউপি কমপ্লেক্সটি এখন পরিণত হয়েছে আবর্জনার বাগাড়ে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়নের বাসিন্ধারা।
গাজী জাবের আহমদ নামে এই ইউনিয়নের এক বাসিন্ধা আক্ষেপ করে লেখেন-
‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার। বুকের জমানো ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
আসলেই! একটা স্বনামধন্য ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স যা কিনা চেয়ারম্যান কার্যালয় হিসেবে বহুল পরিচিত, কেউ কেউ মডেল ইউনিয়ন হিসেবে আখ্যায়িত করেন, সেই হাজীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকা অপরিশোধিত বিদ্যুৎ বিল থাকার কারনে । অবশ্য ইতিমধ্যে কমপ্লেক্সটি নোংরা, অপরিচ্ছন্নতা এবং অব্যবস্থাপনা দিয়ে যথেষ্ট দুর্নাম কুড়িয়েছে।
বিষয়টি আমাদের জন্য বড়ই লজ্জার।এই লজ্জাজনক অপকর্মটির জন্য যে বা যারা দ্বায়ি তাদের প্রতি আমার ধিক্কার।
বিষয়টি নিয়ে জানতে চাইলে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু বলেন, বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, সচিব আমাকে যথা সময়ে জানান নি তাই যথা সময়ে পরিশোধ করা সম্ভব হয়নি। কত টাকা বিল বকেয়া তা আমার জানা নেই।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 