বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা নিজেদের বিশ্বসেরা প্রমাণ করেছেন: মার্কিন রাষ্ট্রদূত।

করোনার সময়, রোহিঙ্গা ক্যাম্পকে মহামারি থেকে রক্ষা করে এ দেশের স্বাস্থ্যকর্মীরা নিজেদের বিশ্ব সেরা প্রমাণ করেছে বলে মনে করেন, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র। আর অতিরিক্ত ত্রাণ, প্রত্যাবাসন ও শরণার্থী কমিশনারের মতে ক্যাম্পে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞায় মহামারি ঠেকানো গেছে।
করোনা মহামারিতে দেশজুড়ে যখন আতঙ্ক, তখন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ করে দেয়া হয় বহিরাগতদের আসা যাওয়া। কমিউনিটি লিডার ও ইমামদের মাধ্যমে সচেতন করার চেষ্টা করে সরকার, জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সংস্থা। যার সুফলও মেলে। এক বছরে ৩১ হাজার ৯৫১ জনের করোনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে মাত্র ৪১৫ জন।
গেল সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বিশ্ব যখন হিশমিশ খাচ্ছে তখন রোহিঙ্গা ক্যাম্পকে করোনার ছোবল থেকে মুক্ত রাখা অসাধ্যকে সাধন করার মতই।
রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা চলছে ওয়াশিংটনে।