Sobujbangla.com | পাপুলের আসনে আ.লীগের মনোনয়ন চান চারজন
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

পাপুলের আসনে আ.লীগের মনোনয়ন চান চারজন

  |  ১৯:৩৮, মার্চ ০৫, ২০২১

আলোচিত লক্ষীপুর -২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে লড়তে চান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির এক ডজনেরও বেশি নেতা। শুক্রবার ৫ মার্চ থেকে এ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। আগামী ১০ মার্চ পর্যন্ত দলটি এ আসনে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ফরম কেনার সুযোগ দেবে। তবে শুরুর দিনেই দলের চারজন নেতা ফরম কিনেছেন। তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন বলে শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় নিশ্চিত করেছেন। ফরম কেনা নেতারা হলেন- আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, চট্টগ্রাম এক্স শাহীন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল বাকীন ভূঁইয়া ও সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। কুয়েতে মানব ও অর্থপাচারের মামলায় এ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের সাজা হওয়ায় গত ২২ ফেব্র্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে বুধবার (৩ মার্চ) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ এপ্রিল ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পেতে এরইমধ্যে বেশ কয়েজন নেতা দলের উচ্চ পর্যায়ে দৌঁড়ঝাপ শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী। এদিকে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নিলে দলের চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু দলীয় মনোনয়ন চাইবেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। আবুল খায়ের ভূইয়া সাবেক সংসদ সদস্য এবং সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। এছাড়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম আর মাসুদ ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু দলীয় মনোনয়ন পেতে তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ