Sobujbangla.com | দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

  |  ১৮:৫৯, মার্চ ০৫, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরের ময়না মিয়ার ছেলে কয়েছ আহমদ ওরফে লেংড়া কয়েছ ও ময়মনসিংহের গফরগাঁওয়ের কলাবাগান এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে পলাশ মিয়া (২৩)।
বৃহষ্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমা পিরোজপুর আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কয়েছ আহমদের কাছ থেকে ৫০ ও পলাশ মিয়ার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানান, গ্রপ্তারকৃতরা পেশাগত মাদক ব্যবসায়ী এবং মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মের সহিত জড়িত।
এছাড়া কয়েছ আহমদ এর আগেও সে মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৮/১৪২, তারিখ- ১৪ জুন, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, এফ আই আর নং-১৫, তারিখ- ১৮ আগস্ট, ২০১০; জি আর নং-১৬০/১০, তারিখ- ১৮ আগস্ট, ২০১০; ধারা- ১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, এফ আই আর নং-১৬, তারিখ- ১৮ আগস্ট, ২০১০; জি আর নং-১৬১/১০, তারিখ- ১৮ আগস্ট, ২০১০; ধারা- ১৮৬/৩৩২/৩৫৩/৩৪ পেনাল কোড-১৮৬০, শাহপরান (র:) থানার এফ আই আর নং-১৫/৪৬, তারিখ- ২৩ মার্চ, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ও দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-৯/১০২, তারিখ- ০৯ জুন, ২০১৮, ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ