সম্পর্কের ক্ষেত্রে ‘যোগাযোগকে’ প্রাধান্য দিচ্ছে ভারত

তিস্তা নিয়ে আগের অবস্থানেই রয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর। বলেন, সীমান্তে অপরাধ বন্ধ হলে থাকবে না হত্যাকাণ্ড।
একদিনের সফরে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন তারা। এরপর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন।
জয়শংকর জানান, তিস্তা নিয়ে তাদের প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি। বলেন, বাংলাদেশ, জাপান ও ভারত নিজেদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, অভিন্ন নদী ইস্যুতে কাজ করছে দুই দেশ। এ সময় করোনা টিকা সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানান তিনি।
ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করে ভারত।