শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা।
মন্ত্রণালয়ের বৈঠক শেষ হতে না হতেই সিলেটে আন্দোলনে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা ও চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
রোববার দুপুর ১২ টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার সম্মুখে বিক্ষোভ করে কয়েকটি দাবি উত্তাপন করেন শিক্ষার্থীরা। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য করা হচ্ছে বলেও উল্লেখ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ ও মানববন্ধনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে দেখা যায়। এসময় শ্লোগানে শ্লোগানে বিভিন্ন দাবি উত্তাপন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তালবাহানা করা হচ্ছে। পরীক্ষা স্থগিত করে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ টি কলেজের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা করে শিক্ষা ব্যাবস্থায় বৈষম্য তৈরি করা হচ্ছে।
এদিকে গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ছয়টি মন্ত্রণালয় বৈঠকে বসে।
বৈঠক শেষে আগামী ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানালেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ২৪ মার্চ ও ৭ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা চৌহাট্টা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পৌনে ২ টার দিকে তারা সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 