চট্রগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ: সন্দেহ বিমান স্টাফদের দিকে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দেড়শ পিস স্বর্ণের বার জব্দ হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) কাস্টমস,শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা যৌথভাবে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট থেকে ১৭ কেজি ৪শ’ গ্রাম ওজনের প্রায় ১০ কোটি টাকার এসব বার আটক করে। তবে এর সাথে জড়িত কেউ ধরা না পড়লেও বিমানের দু’জন স্টাফ এর সাথে জড়িত রয়েছে বলে ধারণা করছে একটি গোয়েন্দা সূত্র।
সূত্রটি জানিয়েছে, মেকানিক্যাল শাখার মাহবুবুল আলম মিঠু এবং ক্লিনার হারাধন স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তারা দীর্ঘদিন ধরে নজরদারিতে রয়েছেন। তবে একবারের জন্য ধরা না পড়লেও একাধিক সংস্থা তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এ বিষয়ে মাহবুবুল আলম মিঠুর মোবাইলে রিং দিলে তিনি পরিচয় পাওয়ার পর থেকে আর মোবাইল ধরেননি। এমনকি এসএমএস দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
সুত্র জানিয়েছে, সোমবার সকালে আবুধাবি থেকে চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইট বিজি ওয়ান টু এইটে বিপুল পরিমাণ স্বর্ণবার রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস, শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্মকর্তারা।
তল্লাশির এক পর্যায়ে দুটি আসনের সিটের নিচে এসি প্যানেল থেকে বিশেষ প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট দুটি থেকে ১৭ কেজি ৪শ’ গ্রাম ওজনের প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের স্বর্ণেরবার উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। সুরক্ষিত জয়গায় এভাবে স্বর্ণ পাচারের সাথে বিমানের কেউ না কেউ জড়িত বলে গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন। এরই অংশ হিসাবে প্রাথমিকভাবে বিমানের ওই দুই স্টাফকে তারা সন্দেহের প্রথমে রাখছেন। সূত্রমতে, ভেতরের কেউ জড়িত না থাকলে এভাবে স্বর্ণবার আনা সম্ভব নয়। ঘটনায় মামলা হয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 