গোলাপগঞ্জে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা।
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ৫৮৫১ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট এবং প্রথমবারের মত দলীয় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের প্রার্থী মো. রুহেল আহমদ ১১৭৫ ভোট সবার নিচে অবস্থান করছেন।
এদিকে নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে সেলিম উদ্দিন ৫৮৩ ভোট, ২ নম্বর ওয়ার্ডে গাজর প্রতীকে জামিল আহমদ চৌধুরী জামিল ৬২১ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে জুবান আলী ৩৮০ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে ফজলুল আলম ৬৩৫ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে রুহি আহমদ খান ৬৩১ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে গাজর প্রতীকে জাহেদ আহমদ ৭৪৮ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে হেলালুজ্জামান হেলাল ৯৮০ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে ফারুক আলী ৮২০ ভোট ও ৯ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে নজরুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে শেফা বেগম জবা ফুল প্রতীকে ১ হাজার ৬৮৫ ভোট, ২ নম্বর ওয়ার্ডে মেহেরুন বেগম আনারস প্রতীকে ২ হাজার ৩৭৫ ভোট এবং ৩ নম্বর ওয়ার্ডে মনোয়ারা ফেরদৌস চশমা প্রতীকে ৩ হাজার ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 