Sobujbangla.com | সিলেটে প্রতিষ্ঠা হচ্ছে দেশের প্রথম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়: কবির।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেটে প্রতিষ্ঠা হচ্ছে দেশের প্রথম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়: কবির।

  |  ১৮:৩৮, জানুয়ারি ২৬, ২০২১

সীমান্তিকের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবির বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে বিপুল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সীমান্তিক। এর বাইরে সিলেটে প্রথম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের জনগণের কর্মশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর প্রচেষ্টাই করে যাচ্ছে সীমান্তিক।
মঙ্গলবার বিকেলে ইমজা কার্যালয়ে এনজিও সংস্থা সীমান্তিকের সহযোগিতায় এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের এসব কথা বলেন সীমান্তিকের চীফ পেট্রোন এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবির।
আহমদ কবির বলেন, যারা রাজনীতি করেন তারা মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার কাজ করেন সাংবাদিকরা। এজন্য দেশের উন্নয়ন ধারায় সাংবাদিকরাও এখন উন্নয়নকর্মী। কিন্তু, এই সময়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন সেই ধারাবাহিকতায় সাংবাদিকরাও উন্নয়নকর্মী হিসেবে দেশের জন্য কাজ করছেন।
ইমজার অভ্যন্তরীণ প্রতিযোগিতায় অব্যাহতভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো শুভ উদ্যোগে সীমান্তিক সামনের সারিতে থেকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে র্ভাচুয়ালি নিজের বক্তব্য তুলে ধরেন ড. আহমদ আল কবির। তার পক্ষে ইমজার শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সীমান্তিকের জেনারেল সেক্রেটারি শামীম আহমদ।
নিজের বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ বলেন, অগ্রজকে সম্মান জানিয়ে এবার সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযেগিতার নাম ‘আজিজ আহমদ সেলিম স্মৃতি’ করায় সীমান্তিক সম্মানিত বোধ করছে। সীমান্তিকের চীফ পেট্রন ড. আহমদ আল কবিরের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, এখন সচেতন সকল নাগরিকের কাজ হচ্ছে দেশের উন্নয়নে শরিক হওয়া। জাতির বিবেক সাংবাদিকরাও এর বাইরে নয়। সাংবাদিকরাও এখন উন্নয়নকর্মী।
ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিনিয়র সাংবাদিক আল আজাদ এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু।
সংক্ষিপ্ত সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার ৯ টি ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপদের হাতে প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন অতিথি ও ইমজার সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া, আজিজ আহমদ সেলিম অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার স্মারক ইমজার সকল সদস্যের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, সহ সভাপতি আনিস রহমান, এস সুটন সিংহ, ফটোজার্নালিস্ট এসোসিয়েনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজার নির্বাহি সদস্য এস আলম আলমগীর, সিলেট বেতার কেন্দ্রের শফিকুর রহমান চৌধুরী, ইমজার সদস্য গোলজার আহমদ, মারুফ আহমদ, হোসাইন আহমদ সুজাত, মাঈদুল রাসেল, কাইয়ুম উল্লাস, মাধব কর্মকার, গোপাল বর্ধন, শামীম হোসাইন সামি, সুবর্ণা হামিদ, অনিল পাল, নৌসাদ আহমেদ, মাহমুদুর রহমান মিলন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ