মাদক-সন্ত্রাসবিরোধী শপথ নিলেন তরুণ-তরুণীরা।
সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনর উপস্থিতিতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব-৯এর উদ্যোগে অনুষ্ঠিত ‘হাফ ম্যারাথন প্রতিযোগিতা-২০২১’ এর অনুষ্ঠানে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরুদ্ধে শ্বপথ নিয়েছে তরুণ তরুণীরা। তাদের বাক্য পাঠ করান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
শুক্রবার সকালে অনুষ্টিত ম্যারাথনের আয়োজক ছিলো র্যাব-৯ ও সিলেট রানার্স কমিউনিটি। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে না বলাটা দেশের জন্য, আমার জন্য, সকলের জন্য মঙ্গল। কারণ যে একবার সন্ত্রাসী হয় তার নিজের জীবনের পরিণতি বড় কঠোর। সে নিজের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু। এমনি তার মৃত্যুর সময় তার কেউ পাশে থাকে না। সুতরাং আপনারা যারা তরুণ, আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের সন্ত্রাসের বাইরে থাকতে হবে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেটের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশেষ করে স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। সেটিকে অধিক গুরুত্ব দিয়ে মাদকবিরোধী এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়।
এবারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নগরীর ‘কিন ব্রিজ’ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় ঘুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিযয়াম সংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। তাছাড়া এ আয়োজনের মাধ্যমে খেলাধুলা ও শরীর চর্চায়উদ্বুদ্ধ হয়ে শরীর ও মনকে সুস্থ রেখে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন- র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা প্রসাশক এম কাজী এমদাদুল ইসলাম সহ প্রসাশনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 