Sobujbangla.com | কক্সবাজারে ৫৩৫ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

কক্সবাজারে ৫৩৫ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি।

  |  ১৮:৫৩, জানুয়ারি ২০, ২০২১

একসাথে স্মরণকালের সবচেয়ে বেশি মাদকদ্রব্য ধ্বংস করা হলো কক্সবাজারে। যার বাজারমূল্য পাঁচশো ৩৫ কোটি টাকারও বেশি। দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কক্সবাজার রিজিয়নের দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধংস করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকরোধে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি, আরো কঠোর হতে বললেন আইনশৃঙ্খলা বাহিনীকে।
এ যেন মাদকের প্রদর্শনী। সাজানো আছে ইয়াবা, মদ, বিয়ারসহ নানা মরণ নেশা। যার ছোবলে প্রতিনিয়ত ধংসের দিকে যাচ্ছে দেশের তরুণ প্রজন্ম।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কক্সবাজার রিজিয়নের বিভিন্ন ইউনিট গত তিন বছরে উদ্ধার করে এসব মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ১ কোটি ৭৭ লাখ ইয়াবা, পাঁচ হাজার ৭৯৯ বোতল মদ, সাড়ে ৩৩ হাজার ক্যান বিয়ারসহ বিভিন্ন ধরণের মাদক। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে যা ধ্বংশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই।
স্মরণকালের সবচেয়ে বড় এই মাদকদ্রব্য ধ্বংসের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রী আহ্বান জানান, মাদক রোধে পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসার। কঠোর হতে নির্দেশ দেন আইনশৃঙ্খলা বাহিনীকে।
উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য পাঁচশো পয়ত্রিশ কোটি টাকারও বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ