Sobujbangla.com | পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের বাধা।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের বাধা।

  |  ২০:০০, জানুয়ারি ১৯, ২০২১

চার দফা দাবি নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় ৮-১০ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থী জুবায়ের ও আতিফ জানায়, সকাল ১০টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে তারা একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে অবস্থান নেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
একপর্যায়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ ছাত্রলীগ কর্মীরা সেখানে আসেন। পরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের মারপিট করেন। তাদের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আন্দোলনকারী শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি দাবি আদায়ের জন্য। হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন হামলা করে ব্যানার ছিনিয়ে নেয়। তারা বেশ কয়েকজনকে মারধর করে। দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, রাস্তা দখল করে জনদুর্ভোগ তৈরি করায় তাদের সরিয়ে দিয়েছি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, ‘আমি তাদের বলেছি তোমাদের দাবির সঙ্গে একমত। তোমরা রাস্তা আটকিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলো না। পরে তারা সেখান থেকে চলে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ