করোনায় কর্ম হারিয়ে বিদেশ ফেরতদের কাজ দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী।

করোনায় কর্ম হারিয়ে বিদেশ থেকে যারা দেশে ফিরে এসেছেন, তাদের বিভিন্ন মেগা প্রকল্পে কাজের ব্যবস্থা করেছে সরকার। তাই হতাশ না হয়ে মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে চাকরি নামের সোনার হরিণের পেছনে অন্ধের মতো না ছুটে নিবন্ধিত হয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০।
এ উপলক্ষ্যে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার বক্তব্যে উঠে আসে, দেশের অর্থনৈতিক সক্ষমতার বর্তমান চিত্র। বলেন, বিদেশ যেতে সহায় সম্বল বিক্রি না করে দেশেই কিছু করা ভালো। এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার নিশ্চয়তা দেন তিনি।
সরকার প্রধান তার বক্তব্যে প্রবাসী কর্মিদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেন। রিক্রুটিং এজেন্সি ও মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ তাঁর।
অর্থনীতি ও রিজার্ভে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের আগে প্রবাসী শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সিআইপিদের সনদ ও ক্রেস্ট দেয়া হয়।