সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় ৭ জনের কারাদণ্ড।
সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের পৃথক ৪ মামলার রায় দিয়েছেন আদালত। এ সময় অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং তিনটি ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন-সুনামগঞ্জের দিরাই উপজেলায় জগদল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল বাতির (২৮), ছাতক পৌরসভার গনক্ষাই গ্রামের মৃত কানু বিশ্বাসের ছেলে কাঞ্চন বিশ্বাস (৩৫) ও জগন্নাথপুর উপজেলায় শ্রীধরপাশা গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে সুমন মিয়া (২২)।
এদিকে অপহরণ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে জালাল উদ্দিন (২২) (পলাতক), হেলাল উদ্দিন (২০), আবু রায়হানের ছেলে সাজল মিয়া (২৪) ও সইফুর রহমানের ছেলে অজুদ মিয়াকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। জরিমানার টাকাগুলো ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনা দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায়,একটি অপহরণ মামলাসহ ৩টি ধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। রায়ের মাধ্যমে ৩টি ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন এবং ১ লাখ টাকা জরিমানা এবং ১টি অপহরণ মামলায় ৪ জনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 