করোনায় আরও ২৩ জনের মৃত্যু।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন আরও ২৩ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫শ’ ৯৯ জনে।শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক চার আট শতাংশ।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৬শ’ ৮৪ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ১শ’ ৮৪ জন।
আর নতুন ৯শ’ ৬৪ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬শ’ ২০ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দু’জন, চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন।
বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহ বিভাগের দু’জন রয়েছেন।