ইটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক।
প্রকাশিত হয়েছে | ১৯:৫৩, ডিসেম্বর ২৬, ২০২০
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে দুই গ্রামবাসীর সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শনিবার সকালে ঘন্টাব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। টেম্পুতে লোক উঠানো নিয়ে এক ব্যক্তিকে মারধরের জেরে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন, বাদল মিয়া ও মিরাশ আলী। পুলিশ জানায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ ছিল। শুক্রবার স্থানীয় টেম্পুস্ট্যান্ডে টেম্পুতে লোক উঠানোকে কেন্দ্র করে দুগ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। রাতে আমিরগঞ্জ বাজারে দু’পক্ষ এসব নিয়ে সালিসে বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের একজনকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জেরে শনিবার দু’পক্ষের হাজার হাজার মানুষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিভাগের অন্যান্য সংবাদ