Sobujbangla.com | মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আটক ৪
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আটক ৪

  |  ১৯:১২, ডিসেম্বর ২৫, ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পালানোর সময় চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- শিপন (২৬), আতিক(১৯), রুবেল ভোলা (২৫) ও শামীম (২৪)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত ভোরে গোবিন্দগঞ্জ পৌরসভার গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী মহাসড়কের বোয়ালিয়া হেলিপ্যাডের সামনে গাছ ফেলে রংপরগামী নাবিল পরিবহনসহ একাধিক বাস আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় সংঘবদ্ধ ডাকাত দল।
একই সময়ে স্থানীয় কাটাখালি এলাকা থেকে বিভিন্ন মালামাল বোঝাই ব্যাটারিচালিত একটি ভ্যান ডাকাত দলের সামনে পরলে ডাকাতরা ভ্যানচালক সাবুকে বেঁধে রেখে তার ভ্যানসহ ভ্যানে থাকা বিভিন্ন পণ্য, মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্যানচালককে উদ্ধার করে।
তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে পণ্যসহ চার ডাকাতকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ