লন্ডন থেকে এসেছে আরও ২০২ যাত্রী।
প্রকাশিত হয়েছে | ১৮:০৮, ডিসেম্বর ২৪, ২০২০
সিলেটে ওসমানী বিমানবন্দরে এক’শ ৬৫ জন যাত্রী নিয়ে অবতরণ করেছে লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৯টায় যাত্রীবাহী বিমানটি সিলেটে পৌঁছায়। যাত্রীদের কেউ করোনা আক্রান্ত কিনা সে বিষয়টি খতিয়ে দেখেছে সিলেট স্বাস্থ্য বিভাগ।
গত সপ্তাহে করোনার নতুন রূপ ছড়িয়ে পড়তে শুরু করে ইংল্যান্ডে। এমন পরিস্থিতিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২০২ জন যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে রওনা হয়। এর মধ্যে একশ’ ৬৫ জন যাত্রীকে সিলেট ওসমানী বিমানবন্দরে আর ৩৭ জনকে নামানো হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এ বিভাগের অন্যান্য সংবাদ